প্রধান শিক্ষক, মোহাম্মদ কামরুজ্জামান

সায়দাবাদ উচ্চ বিদ্যালয়টি আমাদের সুযোগ্য পূর্বসূরীদের প্রচেষ্টায় ১৯৬৩ খ্রীঃ জুনিয়র হাই স্কুল হিসেবে প্রথম প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে তাঁদের-ই একান্ত আগ্রহ, উদ্যম চেষ্টায় হাই স্কুল হিসেবে উন্নীত হয়।এলাকার ছাত্র-ছাত্রীদের পড়া-লেখার পথ সুগম হয়।আজকের এ শুভক্ষণে আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি আমাদের সে সব মহৎ পূর্বসূরীদের অবদানের কথা-যারা বিদ্যালয় প্রতিষ্ঠা, পরিচালনা ও উন্নয়নের জন্য নিরলস প্রচেষ্টা করেছিলেন। "শিক্ষা জাতির মেরুদণ্ড " এ মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে তাঁরা জ্বালিয়েছিলেন আলোকবর্তিকা। আর এ আলোকে আলোকিত হয়েছি আমরা সকলে। আমি নিজেও এ বিদ্যালয়ে অধ্যয়ন করেছি এবং পরবর্তীতে কর্মজীবনে প্রবেশ ও প্রতিষ্ঠা লাভ করার সুযোগ পেয়েছি। সে জন্যে আমি গর্বিত ও প্রতিষ্ঠানের নিকট ঋনী।এ ঋন শোধ করব কি ভাবে,ভেবে আকুল হই। প্রতিষ্ঠান গড়ে তোলা যেমন কঠিন, তাকে টিকিয়ে রাখা আরও কঠিন। এ কঠিন বাস্তবতাকে সামনে রেখেই ধীরে ধীরে আমাদের প্রিয় বিদ্যালয়টি পড়ালেখাসহ অন্যান্য ক্ষেত্রে দৃপ্ত পায়ে এগিয়ে চলেছে।এ চলার যেন শেষ নেই -অবিরাম, অবিরত। তাই আমাদের সকলের শপথ হোক- প্রতিষ্ঠানটিকে যেন আমরা সকলে মিলে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারি।এ শপথের সাথে আমিও একজন অগ্রসৈনিক হিসেবে দৃঢ়চিত্তে কাজ করতে চাই এলাকাবাসীকে সাথে নিয়ে। তাহলে জন্মভূমির প্রতি কৃতজ্ঞতা ও ঋনের বোঝা কিছুটা হলেও লাঘব হবে।

Copyright © Saidabad High School All rights reserved |